অস্বভাবী মনোবিজ্ঞানের পদ্ধতিসমূহ
অস্বাভাবিক মনোবিজ্ঞানের বিষয়বস্তু হলো অনুপযোগী আচরণের বিজ্ঞানসম্মত পর্যালোচনা। এ আলোচনার উদ্দেশ্য হলো অনুপযোগী আচরণের কার্যকরন অনুসন্ধান করা, বিশ্লেষণ করা, ব্যাখ্যা করা, চিকিৎসা করা এবং প্রতিরোধ করা।
অস্বভাবী মনোবিজ্ঞানের পদ্ধতিসমূহ:
অস্বাভাবিক আচরণ সম্বন্ধে জানতে হলে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরন করে তথ্য সংগ্রহ করতে হয়। অস্বাভাবিক আচরণের গবেষণাসমূহ নিম্নলিখিত পদ্ধতিতে করা হয়ে থাকে-
- আচরণ পর্যবেক্ষণ (Observation of behaviour).
- নমুনা পর্যবেক্ষণ (observation of samples)
- রোগের প্রাদুর্ভাব সম্পর্কিত গবেষণা-পদ্ধতি (Epidemiological resarch)
- ক্লিনিক্যাল কেস স্টাডি (Clinical case stud)
- পরীক্ষণমূলক পদ্ধতি (Experimental method)
- উসকানিমূলক পরীক্ষণ (Analogue experiment)
- একক পরীক্ষণ-পাত্রের নকশা (Single Subject Design)