সমাজ মনোবিজ্ঞান
সমাজ মনোবিজ্ঞান (Social Psychology)
সমাজ মনোবিজ্ঞানীরা মানুষের সামাজিক আচরণ আলোচনা করেন। সামাজিক জীব হিসেবে সমাজের সাথে সুষ্ঠু সঙ্গতিবিধানকল্পে একজন ব্যক্তি কিভাবে সামাজিক আচরণ গড়ে তোলে, সামাজিক পরিবেশ কিভাবে ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে, কিভাবে মনোভাব গড়ে ওঠে, কিভাবে তার পরিবর্তন হয়, গুজব কেন এবং কিভাবে ছড়ায়, জনমত গঠন, যাচাই এবং আন্তর্জাতিক উত্তেজনার কারণ ও তা দূরীকরণের উপায় ইত্যাদি সমাজ মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। সুতরাং বর্তমান সমাজে সমাজ মনোবিজ্ঞানীর ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। সমাজ হল পরস্পর সম্পর্কযুক্ত কতকগুলি দলের সমষ্টি আর ব্যক্তি হল এরূপ কোন না কোন দলের সদস্য।
সুতরাং ব্যক্তি কোন দলের অন্তর্ভুক্ত হলে দল তার আচরণের ওপর কি প্রভাব বিস্তার করে কিংবা ব্যক্তি নিজেই দলের ওপর কি প্রভাব বিস্তার করে সমাজ মনোবিজ্ঞানী তাই আলোচনা করেন। সুতরাং তিনি তিন ধরনের সম্পর্ক যথা, ব্যক্তির সাথে ব্যক্তির, ব্যক্তির সাথে দলের এবং দলের সাথে দলের কি সম্পর্ক তা নির্ণয়ের চেষ্টা করেন।
সমাজ মনোবিজ্ঞানের বাস্তব দিকও আছে। উন্নত ও উন্নয়শীল বিশ্বের অনেক দেশ আছে যেখানে বিভিন্ন সামাজিক সংস্থা বিদ্যমান। যেমন আমেরিকাতে খ্রিস্টান ও ইহুদিদের জাতীয় কনফারেন্স, আমেরিকান ইহুদি কনফারেন্স, বর্ণবাদ জনগোষ্ঠীর উন্নয়নের জাতীয় সমিতি ইত্যাদি। পূর্ব সংস্কার সম্পর্কে মনোবিজ্ঞানীদের গবেষণালব্ধ তথ্য জানার পর এসব সংস্থা পূর্ব সংস্কার সম্পর্কে গবেষণা এবং তা দূরীকরণের জন্য সমাজ মনোবিজ্ঞানী নিয়োগ করে থাকে। এ ধরনের অন্যান্য রাষ্ট্রীয় সংস্থাগুলিও অপরাধ দমনের জন্য সমাজ মনোবিজ্ঞানী নিয়োগ করে তাঁদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগায়।
পূর্ব সংস্থান, অপরাধ এবং অপরাধ দমনের মতো সমস্যা ছাড়াও নির্বাচনী কলাকৌশল প্রয়োগ করে জনগণ বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কি মত বা মনোভাব পোষণ করে সরকার তা নির্ধারণ করার চেষ্টা করে। যেমন অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠবার জন্য সরকার কৃষকের উন্নতিকল্পে যে পদক্ষেপ গ্রহণ করে সমাজ মনোবিজ্ঞানীরা জরিপের মাধ্যমে সে সম্পর্কে কৃষকদের মতামত জানতে পারেন। তাছাড়া সমাজ মনোবিজ্ঞানীদের দ্বারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর অথবা অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে প্রশিক্ষণের ব্যবস্থা করেন যাতে করে সরকার গৃহীত পদক্ষেপগুলি তারা সহজে গ্রহণ করে। সমাজ মনোবিজ্ঞানীদের দ্বারা প্রণীত বিভিন্ন পদ্ধতির সাহায্যে জনগণের কল্যাণ এবং তাদের গুরুত্বপূর্ণ সমস্যা দূর করার চেষ্টা করা হয়।