মনোপরিমাপন তত্ত্ব

 মনোপরিমাপন তত্ত্ব (Psychometrics)

মনোপরিমাপন তত্ত্বের প্রধান আলোচ্য বিষয় হল বিভিন্ন মানসিক বৈশিষ্ট্য পরিমাপের পদ্ধতি ও কলাকৌশল আবিষ্কার করা। বুদ্ধি, ব্যক্তিত্ব, দক্ষতা, আগ্রহ, সৃজনশীলতা, মনোভাব ইত্যাদি পরিমাপের পদ্ধতি হিসেবে মনোবিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে নানা ধরনের নতুন নতুন অভীক্ষা ও স্কেল তৈরি করেন। এসব পদ্ধতির যথার্থতা বিচার ও মূল্যায়ন করাও তাঁদের কাজ। কিভাবে কলাকৌশল বাস্তবে কার্যকরী করা যায় সে সম্পর্কে তাঁরা গবেষণা করেন। এগুলির কার্যকারিতা নির্ণয়ের জন্য তাঁরা পরিসংখ্যানের বিভিন্ন সূত্র ও কলাকৌশলের সাহায্য নেন। মনোবিজ্ঞানীদের আবিষ্কৃত অভীক্ষাসমূহ শিক্ষা, শিল্প, উপদেশনা এবং চিকিৎসা মনোবিজ্ঞানের বাস্তব প্রয়োগের ক্ষেত্রে যথেষ্ট ফলপ্রসূ অবদান রাখতে সমর্থ হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url