মনোপরিমাপন তত্ত্ব
মনোপরিমাপন তত্ত্ব (Psychometrics)
মনোপরিমাপন তত্ত্বের প্রধান আলোচ্য বিষয় হল বিভিন্ন মানসিক বৈশিষ্ট্য পরিমাপের পদ্ধতি ও কলাকৌশল আবিষ্কার করা। বুদ্ধি, ব্যক্তিত্ব, দক্ষতা, আগ্রহ, সৃজনশীলতা, মনোভাব ইত্যাদি পরিমাপের পদ্ধতি হিসেবে মনোবিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে নানা ধরনের নতুন নতুন অভীক্ষা ও স্কেল তৈরি করেন। এসব পদ্ধতির যথার্থতা বিচার ও মূল্যায়ন করাও তাঁদের কাজ। কিভাবে কলাকৌশল বাস্তবে কার্যকরী করা যায় সে সম্পর্কে তাঁরা গবেষণা করেন। এগুলির কার্যকারিতা নির্ণয়ের জন্য তাঁরা পরিসংখ্যানের বিভিন্ন সূত্র ও কলাকৌশলের সাহায্য নেন। মনোবিজ্ঞানীদের আবিষ্কৃত অভীক্ষাসমূহ শিক্ষা, শিল্প, উপদেশনা এবং চিকিৎসা মনোবিজ্ঞানের বাস্তব প্রয়োগের ক্ষেত্রে যথেষ্ট ফলপ্রসূ অবদান রাখতে সমর্থ হয়েছে।