শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান
শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান (Physiological Psychology)
জীবের আচরণ তথা উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া এবং পরিবেশের সাথে সুষ্ঠু সঙ্গতিবিধান শরীর অভ্যন্তরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের কার্যাবলীর ওপর নির্ভর করে। কোন উদ্দীপকের প্রতি যথাযথ প্রতিক্রিয়া করার জন্য ইন্দ্রিয় ছাড়াও ৱায়ুতন্ত্র, পেশি, শিরা-উপশিরা, বিভিন্ন তন্ত্র, অন্তর্যন্ত্রের কার্যাবলীর ওপর নির্ভর করতে হয়। এ কারণেই মনোবিজ্ঞানীরা ইন্দ্রিয়সহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের গঠন ও কার্যাবলী আলোচনা করে থাকেন।