মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা
মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা
যেহেতু মনোবিজ্ঞান জীবনের আচরণ বিশেষ করে মানুষের আচরণের বিজ্ঞানসম্মত আলোচনা করে সেহেতু বর্তমানে এর প্রয়োগ ক্ষেত্রের পরিধিও বেশ বিস্তৃত হয়েছে। সংক্ষেপে বলা যায় যেখানে যে অবস্থায় মানুষ কর্মরত থাকে সেখানে সেই অবস্থাতেই মনোবিজ্ঞান তার আচরণ পর্যালোচনা করে। তাই এভাবে মনোবিজ্ঞানের সংজ্ঞা দেয়া যায় যে মনোবিজ্ঞানীরা মনুষ্য আচরণ নিয়ে যা করেন তাই মনোবিজ্ঞান। বাস্তব প্রয়োগের ক্ষেত্র ধরে মনোবিজ্ঞানকে এভাবে বর্ণনা করা যায় বটে কিন্তু আদৌ তা মনোবিজ্ঞানীদের উদ্দেশ্য সাধনে যথেষ্ট কার্যোপযোগী হয় না। তার চেয়ে মানব জীবনের বিভিন্ন কর্মক্ষেত্রে মনোবিজ্ঞানীরা কি করছেন তা আলোচনা করলেই মনোবিজ্ঞানের প্রয়োগ ক্ষেত্র বা তার পরিধি সম্পর্কে একটি মোটামুটি ধারণা পাওয়া যেতে পারে। বিভিন্ন কর্মক্ষেত্রে মনোবিজ্ঞানীরা তাদের জ্ঞানকে এমনভাবে কাজে লাগাতে সক্ষম হয়েছেন যাতে দেখা যাচ্ছে প্রতিটি ক্ষেত্রেই মনোবিজ্ঞানের এক একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে এবং প্রতিটি শাখাই তার পেশাগত মর্যাদা অর্জনে সক্ষম হয়েছে। এসব শাখার কার্যকলাপ আলোচনা করলেই আমরা মনোবিজ্ঞানের প্রয়োগ ক্ষেত্র, অন্যকথায় বাস্তব জীবনে এর প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা করতে পারব।
১৯৬২ সালে আমেরিকার জাতীয় বৈজ্ঞানিক রেজিস্টার থেকে জানা যায় যে সে সময়। থেকেই মনোবিজ্ঞানের ১১টি বিশেষ প্রয়োগ ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। এর প্রতিটি ক্ষেত্রেই মনোবিজ্ঞানীরা মনোবিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে আসছেন। যদিও সঠিক পরিসংখ্যান এখনও নির্ণীত হয়নি। তথাপি ১৯৬০-এর দশকে আমেরিকাতে বিভিন্ন ক্ষেত্রে যেসব পেশাদার মনোবিজ্ঞানী নিয়োজিত ছিলেন নিবে তাঁদের একটি তালিকা দেয়া হল।
পেশাদার মনোবিজ্ঞানীদের তালিকা :
১. চিকিৎসা মনোবিজ্ঞান (৩৪৪১ জন)
২. পরীক্ষণ মনোবিজ্ঞান (১২১০ জন)
৩. উপদেশনা মনোবিজ্ঞান (১০০০ জন)
৪. শিল্প মনোবিজ্ঞান (৮৬৬ জন)
৫. শিক্ষা মনোবিজ্ঞান (৩১ জন)
৬. স্কুল মনোবিজ্ঞান (৬৩৩ জন)
৭. সমাজ মনোবিজ্ঞান (৫২৭ জন)
৮. প্রকৌশল মনোবিজ্ঞান (২৯৩ জন)
৯. পরিমাপ মনোবিজ্ঞান (২৪৮ জন)
১০. বিকাশ মনোবিজ্ঞান (২০১ জন)
১১. ব্যক্তিত্ব মনোবিজ্ঞান (১৯৮ জন)
মোট = ৯৩৪৮ জন। (সূত্র - Lockman, 1964, in Morgan and King, 1966)
বর্তমানে এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। মনোবিজ্ঞানের প্রবৃদ্ধির এই হার অপরিবর্তিত থাকলেও এই পরিসংখ্যান অনুযায়ী আগামী ২০৫০ সাল নাগাদ শুধু আমেরিকাতেই ৫৯,০০০,০০০ জন পেশাদার মনোবিজ্ঞানী বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত হবেন। ১৯৬৪ সালে আমেরিকান মনোবিজ্ঞান সমিতিতে ২৫০০০ জন পেশাদার মনোবিজ্ঞানীর নাম রেজেস্ট্রি করা হয়।