উপদেশনা ও নির্দেশনা মনোবিজ্ঞান
উপদেশনা ও নির্দেশনা মনোবিজ্ঞান (Counselling and Guidance Psychology)
যারা সাধারণত মৃদু আচরণ সমস্যায় ভোগে উপদেশনা ও নির্দেশনা মনোবিজ্ঞানী তাদের সমস্যা দূরীকরণে সহায়তা করেন। আবেগজনিত ও ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য উপদেশনা বা নির্দেশনার প্রয়োজন হয়। অপেক্ষাকৃত জটিল মানসিক ও ব্যক্তিত্বের গোলযোগ দূরীকরণে দরকার হয় মনোচিকিৎসাবিদদের সাহায্য। কিন্তু মৃদু আচরণজনিত সমস্যায় জড়িত ব্যক্তি যখন কোন সঠিক সিদ্ধান্ত পৌঁছাতে না পারে তখন নির্দেশনা বা উপদেশনা মনোবিজ্ঞানী ব্যক্তিকে তার ব্যক্তিগত, পেশাগত অথবা শিক্ষাগত সমস্যার সমাধান দিয়ে থাকেন। এঁরা সাধারণত বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, শিল্পকারখানা কিংবা কোন প্রাইভেট ফার্মে থেকে সেখানকার সমস্যাজড়িত ব্যক্তির ওপর বুদ্ধি ও ব্যক্তিত্বের অভীক্ষা প্রয়োগ করে তার সমস্যা চিহ্নিত করেন এবং উপদেশনা অথবা নির্দেশনার সাহায্যে তা দূরীকরণে সাহায্য করেন। প্রায়ই ক্ষেত্রে তাঁরা অভিভাবককে তাদের ছেলেমেয়েদের শিক্ষা অথবা আচরণ সংক্রান্ত ব্যক্তিগত ত্রুটি-বিচ্যুতির কথা তুলে ধরেন এবং তাদের শিক্ষাক্ষেত্রে পেশা নির্বাচনে অথবা অন্য কোন ব্যক্তিগত সমস্যা সমাধানে অভিভাবকদের করণীয় সম্পর্কে পরামর্শ দিয়ে থাকেন। তাছাড়া ছোটখাটো আচরণ সমস্যারও তাঁরা চিকিৎসা করেন।
আমাদের দেশে না হলেও সাম্প্রতিককালে উন্নত বিশ্বের দেশগুলিতে ব্যাপকহারে উপদেশনা মনোবিজ্ঞানীদের নিয়োগ করা হচ্ছে। আমেরিকার বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে মনস্তাত্ত্বিক ক্লিনিক ও উপদেশনা কেন্দ্র খোলা হয়েছে। বহু বিদ্যালয়ে বিশেষ করে উচ্চ বিদ্যালয়গুলিতে উপদেষ্টা হিসেবে মনোবিজ্ঞানী নিয়োগ করা হয়। অনেক বড় বড় শিল্প-কারখানায় শ্রমিক-কর্মচারীদের ব্যক্তিগত সমস্যা সমাধানের উদ্দেশ্যে উপদেশনার নিয়মিত কর্মসূচি গ্রহণ করা হয়। তাঁরা শ্রমিক-কর্মচারীদের পারস্পরিক সম্পর্ক এবং কর্মচারী ব্যবস্থাপনা সম্পর্কের উন্নয়নে কাজ করে যান। স্কুল উপদেশনা মনোবিজ্ঞানীর প্রধান কাজ হল ছেলেমেয়েদের পেশা নির্বাচন এবং শিক্ষা ক্ষেত্রে বিশেষ মেধার অধিকারী ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদানের পরামর্শ দেয়া।