অবহিতিমূলক মনোবিজ্ঞান

অবহিতিমূলক মনোবিজ্ঞান (Cognitive Psychology)

অবহিতিমূলক মনোবিজ্ঞান জ্ঞানীয় প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। দৈনন্দিন জীবনে ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা উদ্দীপক জগৎ সম্পর্কে অসংখ্য তথ্য পাই। এর মধ্যে কিছু তথ্য একটা বিশেষ পদ্ধতিতে প্রক্রিয়াকরণের মধ্যে অভিজ্ঞতা হিসেবে আমাদের দীর্ঘমেয়াদি স্মৃতিভাণ্ডারে সংরক্ষিত হয়। এখান থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে ভবিষ্যতে কোন সিদ্ধান্ত গ্রহণ তথা সমস্যা সমাধানের কাজে লাগানো হয়। এই সমগ্র প্রক্রিয়ার বৈজ্ঞানিক আলোচনাই হল অবহিতিমূলক মনোবিজ্ঞান।

যে প্রক্রিয়ায় ইন্দ্রিয়ের মাধ্যমে বস্তু জগৎ সম্পর্কে প্রাপ্ত তথ্য রূপান্তর, সংকোচন ও সম্প্রসারণের মাধ্যমে স্মৃতির স্থায়ী ভাণ্ডারে সংরক্ষিত হয় এবং সেখান থেকে পুনরুৎপাদনের মাধ্যমে বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগানো হয় তার বৈজ্ঞানিক আলোচনাই হল অবহিতিমূলক মনোবিজ্ঞান (Neisser 1967)।

বাহ্যিক জগতের সাথে ইন্দ্রিয়ের সংস্পর্শনের মাধ্যমে শুরু হয় সংবেদীয় অভিজ্ঞতা (Sensory input)। এটা উদ্দীপক জগৎ সম্পর্কে শুধুমাত্র নিষ্ক্রিয় নিবন্ধন নয়, বরং সংকোচন ও সম্প্রসারনের মাধ্যমে এটা তথ্য তথা সংবেদীয় অভিজ্ঞতার সক্রিয় পুনর্গঠন প্রক্রিয়া।

অসংখ্য উদ্দীপক তথ্যের মধ্যে অল্পসংখ্যকের প্রতি আমরা মনোযোগ দিতে পারি এবং সেগুলি পুনরায় স্মরণ করা যায়। পুনরুৎপাদনের সময় হারিয়ে যাওয়া তথ্যই হল তথ্যের সংকোচন এবং এর সাথে নতুন কিছু যোগ করাই হল সম্প্রসারণ। তথ্য হারিয়ে যাওয়া এবং পুনরুৎপাদনের বিষয়টি স্মৃতির সাথে জড়িত।

এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তথ্যের প্রত্যক্ষণ, সংরক্ষণ এবং পুনরুৎপাদনের মাধ্যমে তা বাস্তবে কোন সিদ্ধান্ত গ্রহণ তথা সমস্যা সমাধানে কাজে লাগানো। জ্ঞান অর্জন এবং তার বাস্তব প্রয়োগে দরকার হয় অনেক মানসিক দক্ষতা। আর মানসিক দক্ষতার সাথে যে কাজগুলি সম্পন্ন হয় সেগুলিকে বলা হয় মানসিক কাজ। লিখন, পঠন, কার্যকরী শিক্ষা গ্রহণ, শব্দ, বাক্য ও ভাষা বুঝতে পারা, গাড়ি চালানো, চিকিৎসা ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধান—এগুলি সবই মানসিক কাজ। এ কাজগুলি কিভাবে ঘটে তার বৈজ্ঞানিক আলোচনাই অবহিতিমূলক মনোবিজ্ঞানের বিষয়বস্তু।

মানুষের স্মৃতি প্রক্রিয়ায় তথ্য প্রক্রিয়াকরণই হল অবহিতিমূলক মনোবিজ্ঞান। তথ্য সংগ্রহ, সংরক্ষণ, পুনরুৎপাদন এবং তা বাস্তবে কাজে লাগানো এগুলি সবই তথ্য প্রক্রিয়াকরণের এক একটি স্তর। এর প্রতিটি স্তরে কি ঘটে এবং কিভাবে ঘটে অবহিতিমূলক মনোবিজ্ঞান তা চিহ্নিত করার চেষ্টা করে মাত্র (Haber, 1969)।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url