ব্যক্তিত্ব বৈকল্য এবং ব্যক্তিত্ব বৈকল্য নির্ণয়ের ৫টি মানদন্ড কি?
ব্যক্তিত্বের বৈকল্য বলতে ব্যক্তিত্বের কতকগুলো সংলক্ষণের সংমিশ্রণকে বোঝায় যা ব্যক্তিত্বকে অনমনীয় করে তোলে এবং এর ফলে ব্যক্তির মানসিক, সামাজিক ও পেশাগত ক্ষেত্রে ক্ষমতা হ্রাস পায়। সাধারণত ব্যক্তির শৈশবকালের ত্রুটিপূর্ণ বিকাশ থেকে ব্যক্তিত্বের অস্বভাবিতা দেখা দিতে পারে।
ব্যক্তিত্ব বৈকল্য:
আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন ব্যক্তিত্বের গোলযোগ সম্পর্কে যে সংজ্ঞা দিয়েছেন তা বিশ্লেষণ করলে নিম্নোক্ত বিষয়গুলো পাওয়া যায়-
ব্যক্তিত্বের গোলযোগ বলতে ব্যক্তির কতগুলো বৈশিষ্ট্যের একটি সমষ্টিগত প্যাটার্নকে বোঝায় যা সর্বক্ষেত্রে ব্যক্তির চিন্তন, অনুভূতি ও আচরণকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যে, ব্যক্তি তার পরিবেশের সাথে সন্তোষজনক উপযোগ স্থাপনে ব্যর্থ হয়।
অর্থাৎ, ব্যক্তির অভিযোজন প্রয়োগ ব্যাহত হয়। তরুণগণ'বা যৌবনের প্রারম্ভকালেই এরূপ ব্যক্তিত্বের বিকাশ ঘটে এবং তা মোটামুটি অনমনীয় ও স্থায়ী হয়ে পড়ে। এ ধরনের ব্যক্তিত্ব তার কৃষ্টি ও সামাজিক পরিবেশের সাথে সংগতিপূর্ণ হয় না। এর ফলে ব্যক্তি নিজে ও অসুখী হয় এবং তার চারপাশের অন্য ব্যক্তিরাও অসুখী হয়ে ওঠে। কোলম্যান (১৯৫৬) বলেন ব্যক্তিত্বের অস্বভাবিতায় বাহ্যিক আচরণের অস্বভাবিতাই বেশি দেখা যায়, ব্যক্তির মানসিক বা আবেগের তেমন কোনো গোলযোগ থাকে না। ব্যক্তি মানসিকভাবে চাপ ও বেদনাবোধ করে না।
DSM-4 শ্রেণিবিভাগে ব্যক্তিত্বের গোলযোগ নির্ণয়ের জন্য নিম্নোক্ত নির্ণায়ক মানদণ্ড প্রয়োগের কথা উল্লেখ করা হয়েছে।
১. জ্ঞানীয় ও অবহিতিমূলক প্রক্রিয়া আবেগীয় প্রবণতা, ব্যক্তি পারস্পরিক সম্পর্ক, তাড়না নিয়ন্ত্রণ প্রভৃতির মধ্যে কমপক্ষে দুটো বিষয়ে গোলযোগ দেখা যাবে।
২. এরূপ গোলযোগের স্থিতিশীল প্যাটার্নটি অপরিবর্তনীয় ও ব্যাপ্তিশীল হবে।
৩. এরূপ গোলযোগ ব্যক্তির পেশাগত, সামাজিক ও অন্যান্য কাজকর্মে বাধা সৃষ্টি করবে।
৪. তরুণকাল বা যৌবনের প্রারম্ভকালের মধ্যেই এরূপ গোলযোগের সূত্রপাত ঘটে।
৫. ব্যক্তিত্বের এরূপ গোলযোগ অক্ষমাত্রা-১ এ বর্ণিত অন্য কোনো মনোবৈকল্যের সংশ্লিষ্ট লক্ষণ রূপে বিদ্যমান নয়।
উপর্যুক্ত পাঁচটি নির্ণায়ক মানের প্রেক্ষিতে ব্যক্তিকে মূল্যায়ন করে ব্যক্তিত্বের গোলযোগ নিরূপণ করা হয়।